230 বছরে পড়লো বেলঘরিয়ার রথযত্রা

 

রথ 
দুশো বছর আগে হঠাৎ একদিন বালির পাঠক বাড়ির কর্তা স্বপ্ন দেখলেন , যে বালির গঙ্গার ঘাটে ভেসে আসবে আর সেই কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথ, বলরামের আর সুভদ্রার মূর্তি তৈরি করে, পাঠাতে হবে বেলঘরিয়ার ঘোষাল পরিবারে । আর সেখানেই রথের পুজো হবে । আর উল্টো রথের দিন ফিরে আসবে বালিতে । এই একই স্বপ্ন দেখলেন ঘোষাল পরিবারে কর্তাও , তারপর পুজো শুরু হয় আর ধুমধাম করে রথযাত্রা শুরু হয়। প্রথম দিকে এই রথছিল কাঠের আর খুব উঁচু, কিন্তু দূর্ঘটনায় ঐ রথ ভেঙে যায় । সেই সময় আবার ঘোষাল পরিবারে আর্থিক অবস্থা ভালো ছিল, তাদের কেউ একজন হাতের বালা বিক্রি করে সেই টাকায় লোহার রথ তৈরি হয় । ক্ষুদিরাম বসু হাসপাতাল এখন যেখানের, মালিক ছিলেন ঘোষালরা সেখানে রাখা থাকতো ঐ রথটি , এবং মেলা ও বসতো , ঐ জায়গায়টা লোকের মুখে রথতলা হয়ে যায় । এখন রথটি শীল বাড়িতেই আছে । 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://sobbanglay.com/sob/history-of-rathyatra-in-bengal/


http://www.bongodorshon.com/home/story_detail/story-of-brlghariya-s-rathyatra

Comments