- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
1778 খ্রিস্টাব্দে বজবজের দক্ষিনে নদীতীরে আসলো এক চীনা জাহাজ সেখান থেকে নামলেন টং অছি বা অ্যাচিউ । তার উদ্দেশ্য ছিল ইংরেজদের সঙ্গে বাণিজ্য করবে , ইংরেজরা রাজি হল এবং লর্ড ওয়ারেন হেস্টিংস 560 বিঘা ফসলি জমি অছি কে দান করেছিলেন । অছি বা অ্যাচিউ সেখানেই তৈরি করলেন তার চিনিরকল , তবে শুরুটা ভালো হলো না, যার ফলে ব্যবসা লাটে উঠলো, চীন থেকে আসা অন্যান্য ব্যবসায়ীরা অছি বা অ্যাচিউ সাহেবের পেছনে পড়লো । যার ফলে অছি বা অ্যাচিউ সাহেব ইংরেজদের হস্তক্ষেপ দাবি করলেন ।
সেই মন্দির
কম্পানি ঘোষণা করলে তারা এই চিনা উপনগরী কে উৎসাহ দিতে চায় এবং বিরোধিতা করবে তারা শাস্তি পাবে । ততদিনে অনেক শ্রমিক অছি বা অ্যাচিউ সাহেবের চিনির কল থেকে বিরিয়ে কলকাতা শহরে চলে এসেছে এবং ধর্মতলার কাছে কাসাইতলায় শুরু করেছে নতুন ব্যাবসা । এর কিছুদিনের মধ্যেই অছি বা অ্যাচিউ সাহেব মারা গেলেন এবং কম্পানি তার সম্পত্তি বাজেয়াপ্ত করল এবং তাঁর সম্পত্তি নিলামে উঠেছিল। ওই জমির মধ্যে থেকে গেল অছি সাহেবের সমাধি এবং তার তৈরি মন্দির । এরপর কাসাই তলা থেকে সরতে সরতে চীনাদের বসতি গড়ে উঠলো মধ্য কলকাতার টেরিটি বাজারে । অছি বা অ্যাচিউ সাহেব বজবজের সাড়ে 6 মাইল দক্ষিনে প্যাকম প্যাকমির মিন্দির তৈরী করেন ।
যায়গাটার অছিপুর । এই টং অছি নামেই নাম ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.bongodorshon.com/home/story_detail/memory-of-the-only-chinese-colony-of-bengal-in-the-name-of-achipur
- Get link
- X
- Other Apps


Comments