- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| দক্ষীণেশ্বর মন্দির |
আজকের দিনে রানী রাসমণি 1855 সালে দক্ষিণশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন ।
এই মন্দির তৈরি হয়েছিল 20 একর প্লটের জমির ওপর । এই জমিটি ছিল এই ইংরেজ সাহেব জন হেস্টির , সবাই বলত সাহেব বাগান বাগিচা নামে । এখানেই আবার একটা জায়গায় গোরস্থান ছিল । জমিটি ছিল কচ্ছপের মত , এই মন্দিরটি তৈরি করতে লেগেছিল 9 লক্ষ 25 হাজার টাকা ।
![]() |
| মা ভবাতারিনি |
এই মন্দিরটির কাজ শুরু হয়েছিল 1847 সালে আর শেষ হয় 1855 সালে । রানী কাশীতে তীর্থ করতে যাচ্ছিলেন রাতে মা কালী তাকে স্বপ্নে বলেন যে তার মন্দির তৈরি করতে ব্যাস শুরু হয়ে গেল কাজ। টিভি সিরিয়াল অনুসারে জন ম্যাথিউ তৈরি করেছিলেন মন্দিরের নকশা । 100 ফুট উঁচু এই মন্দির , মা ভবাতারিনির মুর্তি তৈরি করেছিলেন নবীন ভাষ্কর ।
1855 সালে গদাই মন্দিরে আসেন দাদার সহযোগী হিসেবে এর পর সবাই জানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহিমায় ছড়িয়ে পড়ে দক্ষিণশ্বর নাম ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - wikipedia
_-_1865.jpg)

Comments