- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
কলকাতায় 1863 কে খ্রিস্টাব্দে প্রেত চক্র প্রথম চালু করেন প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর আর মাসটা ছিল নভেম্বর আর সালটা ছিল 1880 তখনই বাংলায় চালু হয় সমিতি প্রেতত্বাতিক সমিতি । নাম ছিল ইউনাইটেড অ্যাসোসিয়েশন ফর স্পিরিচুয়ালিসট ।
প্যারিচাঁদ মিত্র
প্লানচেটে আগ্রহ ছিল বিশ্বকবির, তার আত্মজীবনী "জীবনস্মৃতিতে" তিনি বলেছেন "তার ছোটবেলায় তিনি প্লানচেট করেছেন" । আরো বৃদ্ধ বয়সে এই আগ্রহ কবির আরো বেড়ে যায় ,
রবীন্দ্রনাথ তাঁর প্ল্যানচেট যন্ত্রের নাম দিয়েছিলেন প্রেত বানিবহ চক্রযান ।
Early British Planchette, 1850s–60s.
অনেকবার তিনি প্ল্যানচেট এর আয়োজন করেছিলেন সেইসব প্ল্যানচেটে নাকি তার মৃত আত্মীয়রা সাড়াও দিতে। এই কথা জানা যায় রবীন্দ্রনাথ কাদের সাথে কথা বলেছেন । শান্তিনিকেতনের রবীন্দ্রসদনে "ভৌতিক প্রসঙ্গ" নামে আটটি খাতা আছে সেখানে মৃত মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপের কথা লিপিবদ্ধ আছে। ওখানে দাবি করা হয়েছে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, নতুন বৌঠান কাদম্বিনী দেবী ( তবে তিনি নিজের পরিচয় দেননি ) , বড় মেয়ে মাধুরীলতা রবীন্দ্রনাথের দুই দাদা সত্যেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ এবং তার স্নেহের প্রিয় সন্তান শমীন্দ্রনাথ যার মৃত্যু হয়েছিল মাত্র 11 বছর বয়সে এনাদের সাথে কবি কথা বলতেন প্ল্যানচেটের মাধ্যমে । যখন কবি প্ল্যানচেটের আয়োজন করতেন তখন তার এই আয়োজনে অনেক গুণীজনের আত্মারা আসতেন যেমন সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ ।
স্ত্রী মৃণালিনী দেবী
নতুন বৌঠান কাদম্বিনী দেবী
পুত্র শমীন্দ্রনাথআর পরিবারের লোকজন ছিল । তে প্ল্যানচেট করতে মিডিয়ামের দরকার হয় রবীন্দ্রনাথের প্ল্যানচেটের মিডিয়াম ছিল অধ্যক্ষ মোহিত চন্দ্র সেনের মেয়ে উমা গুপ্ত । সত্যি সত্যি প্ল্যানচেট হতো কিনা সে নিয়ে বিতর্ক আছে আর থাকবেও।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://shono.sangbadpratidin.in/bengal-and-bengali/rabindranath-tagore-was-interested-in-seances/
https://www.bongodorshon.com/home/story_detail/rabindranath-s-planchet-and-sukumar-ray
.jpeg)
.jpg)

.jpeg)
.jpeg)
.jpeg)
Comments