রবীন্দ্রনাথ ও বসতেন প্ল্যানচেটে ?


 কলকাতায় 1863 কে খ্রিস্টাব্দে প্রেত চক্র প্রথম চালু করেন প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর আর মাসটা ছিল নভেম্বর আর সালটা ছিল 1880 তখনই বাংলায় চালু হয় সমিতি প্রেতত্বাতিক সমিতি । নাম ছিল ইউনাইটেড অ্যাসোসিয়েশন ফর স্পিরিচুয়ালিসট ।

                            প্যারিচাঁদ মিত্র

প্লানচেটে আগ্রহ ছিল বিশ্বকবির, তার আত্মজীবনী "জীবনস্মৃতিতে" তিনি বলেছেন "তার ছোটবেলায় তিনি প্লানচেট করেছেন" । আরো বৃদ্ধ বয়সে এই আগ্রহ কবির আরো বেড়ে যায় , 

রবীন্দ্রনাথ তাঁর প্ল্যানচেট যন্ত্রের নাম দিয়েছিলেন প্রেত বানিবহ চক্রযান ।

        Early British Planchette, 1850s–60s.

অনেকবার তিনি প্ল্যানচেট এর আয়োজন করেছিলেন সেইসব প্ল্যানচেটে নাকি তার মৃত আত্মীয়রা সাড়াও দিতে। এই কথা জানা যায় রবীন্দ্রনাথ কাদের সাথে কথা বলেছেন । শান্তিনিকেতনের রবীন্দ্রসদনে "ভৌতিক প্রসঙ্গ" নামে আটটি খাতা আছে সেখানে মৃত মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপের কথা লিপিবদ্ধ আছে। ওখানে দাবি করা হয়েছে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী,  নতুন বৌঠান কাদম্বিনী দেবী ( তবে তিনি নিজের পরিচয় দেননি ) , বড় মেয়ে মাধুরীলতা রবীন্দ্রনাথের দুই দাদা  সত্যেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ এবং তার স্নেহের প্রিয় সন্তান শমীন্দ্রনাথ যার মৃত্যু হয়েছিল মাত্র 11 বছর বয়সে এনাদের সাথে কবি কথা বলতেন প্ল্যানচেটের মাধ্যমে । যখন কবি প্ল্যানচেটের আয়োজন করতেন তখন তার এই আয়োজনে অনেক গুণীজনের আত্মারা আসতেন যেমন সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ ।

                            স্ত্রী মৃণালিনী দেবী

                     নতুন বৌঠান কাদম্বিনী দেবী

                            পুত্র শমীন্দ্রনাথ

আর পরিবারের লোকজন ছিল । তে প্ল্যানচেট করতে মিডিয়ামের দরকার হয় রবীন্দ্রনাথের প্ল্যানচেটের মিডিয়াম ছিল অধ্যক্ষ মোহিত চন্দ্র সেনের মেয়ে উমা গুপ্ত । সত্যি সত্যি প্ল্যানচেট হতো কিনা সে নিয়ে বিতর্ক আছে আর থাকবেও।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://shono.sangbadpratidin.in/bengal-and-bengali/rabindranath-tagore-was-interested-in-seances/

https://www.bongodorshon.com/home/story_detail/rabindranath-s-planchet-and-sukumar-ray


Comments