- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
টাইটানিক বিখ্যাত জাহাজ হিমশৈলেতে ধাক্কা লেগে ডুবে যায় এবং বহু মানুষ প্রাণ হারান এগুলো তো পুরনো গল্প। কেন ডুবে গেছিল এই জাহাজ সেই বিভিন্ন কারণ উঠে এসেছে। বর্তমানে এই রহস্যের অন্যতম দিক ওঠে এসেছে একটি চবি। বলা হয়েছে 1980 সালে ব্রিটিশ অ্যন্ড ইন্টারন্যাশানাল সিম্যান'স সোসাইটির কাছে আসে এই জাহাজের ক্রোজ নেস্টের চাবি । এই চাবি টি পাঠিয়েছেন ন্যান্সি ব্লেয়ার । এবার দেখা যাক কে এই ন্যান্সি ব্লেয়ার ? দেখা যাচ্ছে এই ন্যান্সি ব্লেয়ার বাবা
ডেভিড ব্লেয়ার
ডেভিড ব্লেয়ার ছিলেন টাইটানিকের সেকেন্ড অফিসার সমুদ্রের পাড়ি তখন ডেভিড ব্লেয়ার কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং তার জায়গায় দায়িত্ব দেয়া হয়
হেনরি ওয়াইল্ড
হেনরি ওয়াইল্ড নামে অফিসার কে ক্ষুব্ধ অপমানিত ব্লেয়ার তার সমস্ত দায়িত্ব হস্তান্তর করেন তার কাছে। কিন্তু এই সব দায়িত্ব নেওয়ার সময় ক্রোজ নেস্টর চাবি নিতে ভূলে গেলেন নাকি ইচ্ছে করেই চাবি টি দিলেন না ব্লেয়ার !
সেই চাবি
এখন প্রশ্ন হলো ক্রোজ নেস্টে কী ছিল ? ওখানে ছিল একটি দূরবীন , ওতবড় জাহাজে নাকি একটাই দূরবীন ছিল, আর সেটি ঐ ক্রোজ নেস্টে ছিল। হয়তো ঠিক সময় দূরবীন ব্যাবহার করলে জাহাজ দুবি হতো না কেই বা বলতে পারে ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র ১ - https://www.thevintagenews.com/2017/01/05/the-titanic-crew-had-no-binoculars-which-might-have-helped-them-spot-the-iceberg/
তথ্য সূত্র ২ - https://www.dailymail.co.uk/news/article-5504013/The-man-saved-Titanic-lost-key.html?ito=whatsapp_share_article-masthead
.jpeg)



Comments