Vaisakhi


 পাঞ্জাবীদের নববর্ষ হল বৈশাখী। বাঙালি নববর্ষের আগের দিন এই বৈশাখী উৎসব পালন করা হয় ‌। নানকসাহি ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখী হলো দ্বিতীয় মাসের প্রথম দিন।

বলা হয়ে থাকে এই দিনে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং "খালসা পন্থ" প্রবর্তন করেন । কিন্তু হাজার 1919 সালে এই দিনে ঘটে এক হত্যাকান্ড যা জালিনওয়ালাবাগ হত্যাকান্ড নামে পরিচিত ‌।



ছবি সূত্র - internet

তথ্য সূত্র - wikipedia

Comments