কেন নাম দমকল ?

1820 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ইংরেজ সরকার ফায়ার ব্রিগেড শুরু করলো তখনো কিন্তু ভারতের রাজধানী কলকাতা। ফায়ার ব্রিগেড প্রথমে দুজন ইউরোপের কনস্টেবল ও 234 জন খালাসী ভিস্তি ওয়ালা ছিল । আরো পরে 1871 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের আন্ডারে ফায়ার ব্রিগেড কে পাঁচটি ইঞ্জিন তৈরি করা হয় । মনে রাখা দরকার এর আগে অব্দি ফায়ার ব্রিগেড কাছে কোনো গাড়ি ছিল না । আর গাড়ি গুলির তিনটি ছিল ঘোড়ায় টানা বাকি দুটো গাড়ি মানুষ টানটো । আমরা অর্থাৎ বাঙালিরা ফায়ার সার্ভিসকে দমকল বলে ডাকি কিন্তু দমকলের নাম এটা জানতে গেলে কলকাতার হেদুয়ার মড়ে একটু নজর রাখতে হবে তাহলে দেখা যাবে লোহার একটা বাক্স এখন জং ধরে গেছে  আর মাঝখানে লাগানো থাকত সেটাই হলো দমকল । এ আসর দমকল টা দেখতে গেলে একটু পশ্চিমবঙ্গ বিধানসভার ঢুকতে হবে । 


তখন টেলিফোন মোবাইল কিছুই ছিল না আগুন লাগলে সেই কথা জানানোর জন্য ছুটে ফায়ার সার্ভিস অফিস যেতে যেতে সবকিছু শেষ, তখন ক্যাপটেন বার্নার এনসন ওয়েস্ট ব্রুক 1910 সাল থেকে পতিতা মরে কলকাতার প্রতিটা মরে বসিয়ে দিলেন লাল রংয়ের লম্বা পিলার যার সামনের দিকে কাঁচ দিয়ে ঢাকা থাকতো আর ভিতরে থাকতো একটি হাতল আর পুরোটা সিস্টেম মিটির তলা দিয়ে তারের সঙ্গে কানেক্টেড থাকতে ফায়ার ব্রিগেড সঙ্গে । 


আগুন লাগলে কাজ ভেঙ্গে হাতে ঘুরালে সেটা পৌছে যেত ব্রিগেডের কাছে ইয়ায় সেই অনুযায়ী অফিসাররা পৌছে গেছো যেখানে আগুন লেগেছে সেখানে আগুন নিভানোর জন্য এই দম দিয়ে ডিকা থেকে নাম এসেছে দমকল ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.bbc.com/bengali/news-47748705

 

Comments