নববর্ষ ও হালখাতা


 

বাঙালি নববর্ষ উদযাপন হালখাতা করে । এই হালখাতার সঙ্গে মানুষের সম্পর্ক অনেক পুরনো সেই বিনিময়প্রথা থেকে ! আদিম মানুষ যখন ব্যাবসা শিখল তখন  কেউ কোনো জিনিসের জন্য কিছু নিতো তখন সেটা লিখে রাখতো হিসেবে রাখার জন্য, যেই খাতায় সেগুলো কে বলা হতো হাল খাতা । "হাল" শব্দটি সংস্কৃত ও ফরাসি এই দুই ভাষাতেই আছে তবে মানে আলাদা । সংস্কৃতে এর মানে লাঙল আর ফরাসি তে আবার মানে নতুন ।

               আকবর

 আবার অনেকে মনে করেন সম্রাট আকবর পয়লা বৈশাখ চালু করেছিলেন , কারণ আকবর জমিদারের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায় করতেন, সেই দিন টিকে বলা হতো "পুণ্যহ" । এই দেখে আমাদের বাংলায় নবাব মুর্শীদকুলী খান ও চালু করলেন "পুণ্যহ" সেই সময় বাংলার জমিদারেরা খাজনা দিতে আসতেন । আর তখন হালখাতা কেও "পুণ্যহ" বলা হতো ।

                আকবর সময়ের হালখাত 

আর এখন যে ১লা বৈশাখ উদযাপন করি এর শুরু ৩১৯ বঙ্গাব্দ থেকে পঞ্জীকা থেকে, তবে পঞ্জীকার আগে শীত বা শরৎ কাল থেকে ।

আগাম শুভ নববর্ষ 🙏🏼

ছবি সূত্র - internet 

তথ্য সূত্র - Poila Baisakh 2021: পয়লা বৈশাখের সঙ্গে কিন্তু হালখাতার কোনও সম্পর্ক ছিল না ! জানুন ইতিহাস | know the history of halkhata pb – News18 Bangla - https://bengali.news18.com/news/features/know-the-history-of-halkhata-pb-584525.html

Comments