কি করে এল এপ্রিল ফুল !


                    পোপ ত্রেয়োদশ গ্রেগারি

পোপ ত্রেয়োদশ গ্রেগারি জুলিয়ান ক্যালেন্ডার বদলে জর্জিয়ান ক্যালেন্ডার চালু করেন 1582 খ্রিষ্টাব্দে । তখন থেকেই নববর্ষ ধরে হত 1st january কে । কিন্তু অনেক জর্জিয়ান ক্যালেন্ডার মানতে অস্বীকার করে এবং জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1st April কে নববর্ষ উদযাপন করে । এরপর থেকে প্রচার শুরু হয় যারা 1 April কে নববর্ষ পালন করবে তাদের কে বোকা বলা হবে , এই ভাবে 1st April কে fools day হিসেবে পালন করা হয় । 


          জুলিয়ান ক্যালেন্ডার


অনেক ঐতিহাসিক মনে করেন 1st April সাথে "হিলার" নামক উৎসবের সম্পর্ক আছে , হিলার শব্দের ল্যাটিন ভাষায় অর্থ হল আনন্দদায়ক । 


             জর্জিয়ান ক্যালেন্ডার

আবার জিওফ্রে চসার তার "দ্যা ক্যান্টেরবারি টেল্সের" এক গল্পে রাজা দ্বিতীয় রিজার্ডের সঙ্গে বোহেমিয়ার রানী অ্যানির এনগেজমেন্ট হয়েছিলো 32 March বা 1st April সাধারণ মানুষ এইটাকে সত্যি বলে মনে নেয় । ইউরোপের বিভিন্ন দেশে 1st April মজা করে পালন করা হয় ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://bangla.hindustantimes.com/nation-and-world/history-and-origin-of-april-fools-day-31617261484054.html

Comments