- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
রানী ভিক্টোরিয়ার অনেক দিনের শখ রাজপ্রাসাদের রান্নাঘরে এক বা দুজন বাঙালি খানসামা হলে খুব ভালো হয় । রানী ভিক্টোরিয়ার সিংহাসনে বসার 50 বছরের উপলক্ষে ভারত থেকে উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছিল দুজন বাঙালি খানসামাকে। তাদের মধ্যে একজন আব্দুল করিম। 1887 খ্রিষ্টাব্দে 23 June winsure এর ফ্রোগনোর হাউসে ব্রেকফাস্ট টেবিলে রানীর সামনে পেশ করা হল দুই বাঙালি খানসামাকে আব্দুল করিম রানীকে অভিবাদন জানিয়ে একটি মহর নজরানা দিলেন । করিম পড়েছিলেন লাল পোশাক ও সাদা পাগড়ি । সুর্দষন কারীমকে প্রথম দেখাতেই পছন্দ হয় রানী ভিক্টোরিয়া । এরপর থেকেই কারিম এর প্রতি আগ্রহ বেড়ে চলল রানী ভিক্টোরিয়ার, তিনি অনেক কথা বলতে চান করীমকে কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় ভাষা, কারীম ইংরেজি জানে না। সেইজন্য কারীমকে ইংরেজি শেখার নির্দেশ দিলেন রানী ।
আল্প কয়েকদিনের মধ্যেই ইংরেজিতে পটু হয়ে গেলেন রানীর খাস খানসামা করীম । সে নিজের দেশের আদব-কায়দা উৎসবের গল্প বলত করীম রানী কে আর চুপ করে সেগুলি শুনতেন রানী। একদিন তো করীম রানীর জন্য নিজের হাতে রান্না করলেন বিশেষ কড়ি আর রানীর তো সেটা এতই পছন্দ হলো যে প্রতিদিন দুপুরে সেই কড়ি রানীর চাই ! অবস্থা এমনি হয়েছিল কারীমকে যেন চোখে হারাস ছিলেন রানী। সব কাজেই তার এই খানসামাকে চাই। রানীরর অনেক দিনের ইচ্ছে তিনি হিন্দুস্তান একটি ভাষা শিখবেন তাই কারীমের কাছেই উর্দু শেখা শুরু হল রানীর । দরবারে আসার এক বছরের মধ্যেই পদোন্নতি হলো কারীমের। 1888 খ্রিষ্টাব্দে আগস্টে করীম কে ইন্ডিয়ান সেক্রেটারি পদে বসালেন রানী । মুন্সীর খেতাব পেলেন করীম । এখান থেকে কারীম কোন সাদামাটা খানসামা নয় তিনি রানীর খাস লোক মুন্সি, রানী আদেশ দিলেন মুন্সী নামে যেন তাকে সন্মোধন করাহয় । রানীর সাথে করীমের বন্ধুত্ব মোটেই ভাল লাগছিল না বাকি রাজপ্রাসাদের লোকেদের চোখে, প্রোমাদ গুনছিলেন রানী ভিক্টোরিয়া । তার অর্বতমানে করীমকে কেউ এদেশে টিকতে দেবনা বুঝেছিলেন রানী, সেই জন্য ভারতের মাটিতে একটুকরো জমি লিখে রাখলেন করীমের নামে যাতে সেখান থেকে করীম কেউ উৎখাত করতে না পারে। রানীর মৃত্যুর পর করীমের কাছ থেকে কাছ থেকে সমস্ত চিঠি কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয় ব্রিটিশ সরকার । তাকে ফেরত পাঠিয়ে দেয়া হয় ভারতে রানী যে জমি লিখে দিয়েছেন কারীমকে সেখানে মারা গেছিলেন কারীম। এই বিষয়ে একটা সিনেমা হয়েছে তার নাম Victoria and Abdul .
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://roar.media/bangla/main/history/munshi-abdul-karim-the-last-love-of-queen-victoria
Comments