রিক্সা


 বাংলায় যাকে আমরা রিক্সা বলি সেটা কিন্তু এসেছে জাপানি জিন রিক্সা থেকে । চীনা ভাষায় জিন শব্দের অর্থ মানুষ রিকি শব্দের অর্থ শক্তি আর সা শব্দের অর্থ বাহন, মানে রিক্সা বলতে বোঝায় মানুষের শক্তি দ্বারা চালিত বাহন । রিক্সা আবিষ্কার করেন 1869 খ্রিষ্টাব্দে জনাথন স্কোবি নামে এক মার্কিন মিশনারি । 1880 খ্রিষ্টাব্দে ভারতের হিমাচল প্রদেশের শিমলায় প্রথম রিক্সা চালু হয়। তবে তখনকার সময়ের হাতে টানা রিক্সার সাথে এখনকার রিক্সার অনেক তফাত। তখনকার রিক্সা চালাতে পাঁচ জন লোক লাগত তারমানে কত বড় সেই সময়ের রিক্সা ছিল ! পুরো রিক্সা টাই ছিল লোহার তৈরি। কোলকাতায় হাতে টানা রিক্সা চালু 1900 সালে তবে সেটা ব্যাবহার মালপত্র নিয়ে যাওয়ার জন্য। 

1902 সালে অক্টোবর মাসে প্রথম খবরের কাগজে মানুষে টানা রিক্সার বিঞ্জাপন বেরয় । W. Leslie & company সেই বিঞ্জাপন দেয় সেখানে লেখা ছিল -  "Japanese gym rikshaws very light strong and easy running up holstar in brown and black leather and complete with cushion wood and to tow lamps " সঙ্গে ছিল রিক্সার দাম 160 টাকা থেকে 180 টাকা

1914 সালে কোলকাতা পুরোসভা রিক্সায় যাত্রী তোলার ছারপত্র দেয় ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.bongodorshon.com/home/story_detail/kolkata-s-hand-pulling-rickshaw

Comments