- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
নগেন্দ্রনাথ বসু
এই শহর জানে আমার প্রথম সবকিছু শহর যেমন আমাদের প্রথম সবকিছুর সাক্ষী তেমনি শহরের অনেক প্রথমের সবকিছুর সাক্ষী আমরা এই যেমন বইয়ের নামে রাস্তা।
বাগবাজারে কাঁটাপুকুর বাইলেন সেখানে থাকতেন নগেন্দ্রনাথ বসু ইচ্ছে ছিল বাঙালি হয়ে বাঙালির জন্য কিছু করার ছোট থেকেই ইতিহাসের প্রতি তাঁর টান একটু বেশি এইজন্যেই মেম্বার হন এশিয়াটিক সোসাইটির সেখানেই সম্পাদনা শুরু করেছিলেন বাংলা থেকে ইংরেজি অভিধান 1887 খ্রীষ্টাব্দে
তৈরি হয় বাংলা ভাষায় প্রথম ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ । কোনো ভারতীয় ভাষায় এরকম ইনিশিয়েটিভ স্বপ্ন পূরণ হয় নগেন্দ্রনাথ বসুর।তারপর দীর্ঘ 22 বছর ধরে 17000 পাতার মোট বাইশটা ভলিয়্যুমে বিশ্বকোষ সম্পাদনা করেন নগেন্দ্রনাথ বোসু । কিন্তু কাজ শেষ করার আগেই মৃত্যু হয় তার ।
তার মারা যাওয়ার কয়েক বছর পরে কলকাতা পুরসভা তার বাড়ির সামনে রাস্তার নতুন নামকরণ করে বিশ্বকোষ লেন । সারা বিশ্বের ম্যাপে প্রথম কোন রাস্তার নামকরণ হলো বইয়ের নামে ।
ছবি সূত্র - internet
Comments