কেন নাম ভ্যালেন্টাইন


 

রোমের এক সম্রাট ছিলেন তার নাম ছিল দ্বিতীয় ক্লডিয়াস । এই ক্লডিয়াস একটি আইন তৈরি করেন যেখানে বলাছিল যারা সেনাবাহিনীতে আছে তাদের বিবাহ নিষিদ্ধ । রাজার মানতেই হবে , এই ক্লডিয়াসের বিশ্বাস ছিল অবিবাহিত সৈন্যরা বিবাহিতা সৈন্যদের তুলনায় বেশি শক্তিশালী । এই সময়ে রোমে আসেন পাদ্রী ভ্যালেন্টাইন , তিনি এই আইনের বিরোধিতা করেন এবং গোপনে সৈন্যদের বিয়ে দিতে থাকেন । এই খবর একদিন সম্রাটের কাছে পৌছায় এবং ভ্যালেন্টাইন কে বন্দি করা হয় । বন্দি থাকা অবস্থায় এক কারারক্ষীর অন্ধ মেয়ে সু্স্থ করেদেন । এই মেয়ের প্রেমে পড়ে জান ভ্যালেন্টাইন । সম্রাট ভ্যালেন্টাইন কে মৃত্যুদন্ড দেন এবং মৃত্যুদণ্ড কথা শুনে ভ্যালেন্টাইন মেয়েটির উদ্দেশ্য একটি চিঠি লিখে রেখে যান সেখানে শেষে লেখা ছিল ' লাভ ফ্রম ইওর ভ্যালেন্টাইন ' । 


এই ঘটনার অনেক পরে চার্চ ভ্যালেন্টাইন কে স্মরণীয় করে রাখার জন্য একটি দিন ঠিক করে। ইংল্যান্ডে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গৃহীত হলে সেই দিন হয়ে দাঁড়ায় 14 February. আবার যেদিন পাদ্রী ভ্যালেন্টাইন কে মৃত্যুদন্ড দেওয়া হয় সেদিন ছিল 14 February.


ছবি সূত্র - internet 

তথ্য সূত্র - https://m.facebook.com/story.php?story_fbid=119848086718599&id=106001901436551&m_entstream_source=timeline

https://alorvobon.blogspot.com/2018/02/valentine-day.html

Comments