সার্কাস

   প্রথমদিকের সার্কাস

বিনোদনের মধ্যে অন্যতম হল সার্কাস। বর্তমানে সার্কাস আর নেই বলেই চলে, তবে এই শীতের বাঙালির কাছে অন্যতম ছিল এই সার্কাস। 

সার্কাসের ইতিহাস কিন্তু অনেক পুরনো । এই সার্কাস শব্দ টি ইংরেজি , চদ্দোশ সালে এই শব্দ টি প্রথম ব্যাবহার হয়। আবার অনেকের মতে সার্কাস শব্দ টি ল্যাটিন শব্দ circus থেকে এসেছে , আবার ল্যাটিন শব্দ টি এসেছে গ্রীক শব্দ kirkos থেকে এসেছে যার অর্থ হল একটি গোলাকার ক্রীড়া ক্ষেত্র যাকে ঘিরে দর্শকদের বসার জায়গা থাকে। তালে কি রোমের কোলসিয়াম এ সার্কস হত ! প্রশ্ন ওঠে আমার মনে।

প্রাচীন কাল থেকেই বিভিন্ন দেশেই সার্কাস দেখানো হত যেমন মিশর, রোম, গ্রিস প্রভৃতি। তবে তখনকার সার্কাসে কি ট্র্যাপিজ, হাতি বা ঘোড়ার খেলা ছিল না । তখনকার সার্কাসে ছিল ছোট খাটো আগুনের খেলা, লাঠি ঘোরানো , দড়ির খেলা ইত্যাদি। রোমে জুলিয়াস সিজারের সময় সার্কাস দেখানো হয়েছিলো, তখনকার সার্কাসের সেরা দল 'ম্যাক্সিমাস' সেই সার্কাস দেখিয়ে ছিল । রাশিয়া, আমেরিকা বিভিন্ন দেশ ঘুরে ইংরেজদের হাত ধরে ভারতবর্ষে ঢোকে সার্কাস। কোলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রতি বছর নিয়ম করে সার্কাস দেখানো হতো রাশিয়ান সার্কাস। সার্কাসকে ঘিরেই এই যায়গার নামকরণ হয়েছে। 

     প্রিয়নাথ বোস

সবচেয়ে জনপ্রিয় ছিল প্রিয়নাথ বোসের সার্কাস। পড়াশোনায় মন ছিল না প্রিয়নাথ বোসের। সার্কাস দেখতে ভালবাসতেন আর মনে মনে ঠিক করেছিলেন নিজের সার্কাসের দল তৈরি করবেন, এবং করলেন ও তাই তবে অনেক কষ্টকরে তাকে এই দল তৈরি করতে হয়েছিল। প্রিয়নাথ তার সার্কাসের নাম রেখেছিলেন ' Professor Bose's Great Bengal Circus' । প্রিয়নাথ বোস কোনদিনই অধ্যপনা করেনি কিন্তু তাঁর নামের সাথে professor যুক্তো হয়ে যায় কারণ বড়লাট ডাফরিন প্রিয়নাথের আখড়ার ছেলেদের খেলা দেখে আনন্দিত হয়ে জিজ্ঞেস করেছিলেন "Who is the proffessor ? "  আর তার পরের থেকেই নামের সাথে যুক্ত হয়ে প্রফেসর। এবার দেখা যাক সার্কাস যারা খেলা দেখাতেন তাদের মধ্যে প্রথমেই যার নাম উল্লেখ করতে হয় কিন্তু একজন মহিলা নাম সুশীলা সুন্দরী । বাঘের সাথে খেলা দেখাতেন তিনি , খালি হাতে বাঘের খাঁচায় ঢুকতেন তিনি । হাতে একটা লাঠি পর্যন্ত থাকত না , ভাবলেই ভয় করছে কিন্তু তিনি ভয় পাননি।  বাঘের খেলার সাথে তিনি ট্র্যাপিজ আর জিমন্যাস্টিকের খেলা দেখাতেন । 


   সুশীলা সুন্দরী 

সার্কাস থাকবে আর জাদুকর থাকবে না তা হয় না ! এই জাদুকরের নাম গণপতি চক্রবর্তী । খুব অল্প সময়ের মধ্যে এই গণপতি প্রিয়নাথ বোসের নজরে আসে । লোহার খাঁচায় মধ্যে হাত ও পায়ে শিকল বাঁধা অবস্থায় নদীর মধ্যে ফেলে দিলে তিনি খুব সময়ে মধ্যেই ডাঙায় উঠে আসছেন। তার অন্যতম খেলা ছিল ' illuision box ' গণপতি কে পিছেমোড়া করে বেঁধে একটা থলিতে পুরে, থলির মুখ বেঁধে একটা কাঠের বাক্সে পুরে বাক্সোটাকে দড়ি দিয়ে বাঁধা হত আর তাঁতে তালা দিয়ে সেই চাবি কোনো দর্শককে দিয়ে দেওয়া হতো । এরপর বাক্সের উপর তবলা আর ঘন্টা রেখে দিয়ে বাক্সের চারিদিকে পর্দা ফেলে দেওয়া হত । এবার দর্শকদের মধ্যে কেউ কোন তালের নাম বললে পর্দার পেছনে সেই তবলা সেই তালে বেজে উঠতো । খেলার শেষে ঘন্টা বাজাতে বাজাতে গণপতি  পর্দার বাইরে আসতেন ।  এখন সেই দিন ও নেই আর সার্কাস ও নেই । 

গণপতি চক্রবর্তী


ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.littlemag.org/2019/01/blog-post_59.html

Comments