হোমসিয়ানা


 " অতিধূর্ত ঠগী, 

তাই নাম রামসিয়ান । 

তাই তো তাদের গোপন ভাষার রামসিয়ানা নাম।

মানবজ্ঞানের কৌতুহলি 

শার্লক হোমসের চ্যালা 

হোমসিয়ানা নাম দিয়ে তাই 

বন্ধু পাঁচের খেলা " 


দিনটা ছিল 12 December এর  1985 সুকুমার সেন লিখেছিলেন এই ছড়া । 1983 সালের জুলাই মাসে ফেলুদা, ঘনা দা, ব্যোমকেশ বক্সি, জয়ন্ত মানিক এর জন্য জন্ম হয় এই ক্লাবের। 27 জুলাই এই ক্লাবের প্রথম সভা বসে ছিল সুকুমার সেন এর বাড়িতে । গুরুদেবের কঙ্কাল গল্পটি গোয়েন্দা গল্প কি না সেটা নিয়ে তর্ক বিতর্ক জমে উঠলো প্রথম আসরেই । তর্কের একদিক সুকুমার সেন ও অন্যদিকে প্রতুল চন্দ্র গুপ্ত।  সেই তর্কের জের চলল পরের দিনের সভাতেও , আর সেই সভা বসেছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে । সন্তোষ কুমার ঘোষ, সমরেশ বসু, সত্যেন্দ্রনাথ ঘোষাল, শোভন বসু, সিদ্ধার্থ ঘোষের উপস্থিতে উজ্জ্বল করতো সেই আসর, শনিবার শনিবার বসতো হোমসিয়ানার আড্ডা।


প্রেমেন্দ মিত্র, গজেন্দ্রকুমার মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায় জটলা করতেন সুযোগ বুঝে । সেই আড্ডার টানে কখনো আসতেন স্যতিকারের গোয়েন্দারা, যেমন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সুবিমল দাশগুপ্ত।  অনেক লেখক নিজের লেখা গল্প এই আসরে পাঠ করেছেন।  বারোয়ারি উপন্যাসের জন্ম হয়েছিল এই আসরে । পাঁচ জন লেখক লিখেছিলন পাঞ্জজন্য উপন্যাস। আড্ডা যখন তাতে রসনার ও তিপ্তি একান্ত আবশ্যক ঘন আলো আধাঁরিতে গোয়েন্দা গল্প গায়ে কাঁটা দিচ্ছে ঠিক তারপাশে সাপ্লাই হচ্ছে চপ, কাটলেট, লম্বা বেগুন ভাজা, লেডিকেনি আর কচুড়ি। বেশ হইহই করে টানা ছয় বছর চলেছিল ক্লাবটি 1990 সালে ক্লাবের সভাপতি তথা পাকাপাকি সদস্য প্রতুল চন্দ্র গুপ্ত  মারা যান ... হোমসিয়ানার attendant খাতার 23. 11. 90 তারিখ সভার পাতাটি সাদা আর তারপর একে একে জুটি বেঁধে সমরেশ বসু, সুকুমার সেন এর মৃত্যু হয় আর হোমসিয়ানার যাত্রা শেষ হয়। 

ছবি সুত্র - internet

তথ্য সুত্র - ফেলুদার শহরে শার্লক হোমসের ঠেক; ঢুঁ মারতেন সুকুমার সেন, প্রেমেন্দ্র মিত্র, নীরেন্দ্রনাথ, সমরেশ বসুরা - Prohor https://www.prohor.in/club-in-the-city-named-for-sherlock-holmes

Comments