- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
দলবল নিয়ে হানা দিয়েছে মারাঠা সেনাপতি ভাস্কার পন্ডিত, মহাপরাক্রমী বহিরাগত শক্তিকেও রুখে সমর্থ হয় মরল রাজ্যর সেনাবাহিনী। মল্লভূম বিষ্ণুপুর ছেড়ে সোনাপুরি আক্রমণ করে মারাঠা সেনাপতি আর সেখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড সোনাপুরির রানির বাজারে সদলবলে হাজির হয়েছিলেন সদলবলে মারাঠা সেনাপতি ভাস্কার পন্ডিত গোটা বাজার নিঝুম শুধু বর্গিদলের হল্লা গোটা এলাকায় তারমধ্যে মারাঠা যোদ্ধাদের চোখে পড়ে জঙ্গলের অদূরে একটা আলোর শিখা সেটি ছিল একটি কালীমন্দিরে বাইরে হাড়িকাঠে সামনে আরাধনা করেছিলেন বৃদ্ধ পুরোহিত আর কাউকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হন ভাষ্কর পন্ডিত সেই উদ্যত খরগো আটকে যায় হাতে আর মারাঠা সেনাপতি দুচোখে নেমে আসে অন্ধকার বৃদ্ধ পুরোহিতের সব বুঝে ফেলেন মন্দিরে ঘর থেকে জল ছিটিয়ে বর্গী সেনাপতির দৃষ্টিশক্তি ফেরা ফেরান তিনি ভাস্কার পণ্ডিত ততক্ষণে বুঝে ফেলেন মা কালী কৃপাতে তাদের হাত থেকে রক্ষা পেয়েছেন পুরোহিত বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এখানে কোন এখানে কি কোন দেবতা রয়েছেন উত্তর এলো হে এখানে মা কালীর অধি অধীষ্ঠান ততক্ষণে বর্গী বাহিনী ফল পেয়েছেন একযোগে তারা বলে ওঠে মাইত কালী তারপরেই তল্পিতল্পা গুটিয়ে বর্গীদল রওনা হয়ে যায় কাটোয়ার উদ্দেশ্যে সোনাপুরের দেবী হয়ে গেলেন মাইত কালী।
ছবি সুত্র - internet
Comments