- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
তখন অনুশীলন সমিতির শাখা তৈরি হচ্ছিল বিভিন্ন জায়গায় এর মধ্যে 1908 সালে অতুল কৃষ্ণ ঘোষ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীন হাত ধরে তৈরি হয় পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি। সম্ভবত সেই সালেওসমিতিতে কালী পুজোর আয়োজন করা হয়েছিল, তবে তার কোনো ডকুমেন্টস নেই ।
এরপরে শুরু হয়ে যায় আলিপুর বোমা মামলা, অনুশীলন সমিতি নিষিদ্ধ হয়। গোপনে বিপ্লবীর কর্মকাণ্ড চলতেই থাকে । কিন্তু প্রকাশ্যে অনুশীলন সমিতির সমস্ত কাজ বন্ধ হয়ে ।যায় বন্ধ হয়ে যায়।
পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি কাজকর্ম। 1915 সালে বুড়িবালামের যুদ্ধে প্রাণ হারালেন বাঘাযতীন। এরপর 1928 সালে জেল থেকে মুক্তি পান অতুল কৃষ্ণ, আবার শুরু হয় কালীপুজো । 1928 সাল কি পুজো ধরা হয় দু'বছর পর 1930 সালে পুজোর সভাপতির দায়িত্ব নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ।
ছবি সুত্র - internet
তথ্য সুত্র - https://www.prohor.in/history-of-pathuriaghata-kali-pujo
Comments