- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
Chiune Sugihara
তিনি চিউন সুগিহারার । জাপানি নাগরিক হলেও কূটনিতিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলি কাটাতে হয়েছিল জার্মানিতে । ইহুদিদের যন্ত্রণা দেখে নিজে থেকেই জার্মানিতে যোগাযোগ করেছিল সুগিহারার, তবে স্পষ্টভাবেই তাকে জানিয়ে দেয়া হয় কোন ইহুদিকে ভিসা দেয়া যাবে না ।
আর তা না হয় বিপদ বারবে সুগিহারার । শেষ পর্যন্ত সব আদেশ অমান্য করে গোপোনে ভিসা লেখা শুরু করেন সুগিহারার গোপনে ভিসা কাগজে স্ট্যাম্পে সই করে সেই কাগজ তুলে দিতেন শরণার্থীদের হাতে।
চুরি করে ভিসার কাগজ নিয়ে এসেছিলেন বাড়িতে দিনরাত এক করে শুরু করেছিলেন ভিসা লেখার কাজ সংঘ দিতেন তার স্ত্রী দিনে প্রায় 16 - 17 ঘণ্টা ভিসার কাগজ লিখেছেন তারপর ছাড়তে হয়েছিল লিথুয়ানিয়ার কর্নাস শহর । হিসেব বলে সব মিলিয়ে প্রায় ছয় হাজারের বেশি ভিসা স্বাক্ষর করেছিলেন সুবিহারা এক একটি ভিসায় পালানোর সুযোগ পেয়েছিলেন এক একটি আস্ত পরিবার ফলে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় 40 হাজারেরও বেশি
এই ভাবেই বারবার ফিরে এসেছে মানবতা ?
ছবি সুত্র - internet
Comments