- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
সাবাই শার্লক হোমসের গল্প পড়েছে আশা করছি , হোমসের গল্প গুলোর মধ্যে অন্যতম The hound of the baskervilles . এই গল্পটা কি সত্যি কোনান ডয়েলের লেখা ? নাকি এর পিছনে একটা গল্প আছে । রবিনসন এর বন্ধু
রজার বলেন ডটমূর শহরের প্রচলিত ছিল এক কিংবদন্তি ভুতুড়ে কুকুরের গল্প এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য উপন্যাসের প্লট করেছিলেন রবিনসন পরবর্তীতে সেই গল্প আর্থার কোনান ডয়েল স্ট্যান্ড ম্যাগাজিনে এই উপন্যাস কিন্তু প্রকাশিত হয়েছিল 1902 । আবার রবিনসনের মৃত্যুর সাল হাজার 1907 তাহলে এতদিন তিনি কেন চুপ করে ছিলেন ? তিনি বেঁচে থাকতে কেন এই অভিযোগটা তুললেন না প্রশ্ন ওঠে । রবিনসনের খুনের সঙ্গে রজার মাসে দিয়েছেন পরকীয়া তত্ত্ব , রবিনসন স্ত্রী গ্লেডিসের সঙ্গে নাকি আর্থার কোনান ডয়েলের কোন সম্পর্ক গড়ে উঠেছিল । আর তাকে দিয়ে রবিনসনের ব্রেন ওয়াশ করিয়েছিলেন আর্থার সেই কারণে উপন্যাস প্রকাশের প্রথম কয়েক মাস রয়ালটির একটা অংশ পেলেও পরে সেটা বন্ধ যাওয়া কোন উচ্চবাচ্য করেননি রবিনসন পাশাপাশি গ্লেডিসই হয়ে উঠেছিল রবিনসন এর হত্যাকারি । দিনের পর দিন খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন রবিনসন কে রজারের দাবি আর্থার নিজে ডাক্তার হওয়ায় টাইফয়েড কে মৃত্যুর কারণ হিসেবে তুলে ধরতে খুব অসুবিধা হয়নি। রজার আবেদন করেছিলেন সমাধিক্ষেত্র থেকে রবিনসন দেহ তুলে আবার পরীক্ষা করা হয় কিন্তু অনুমান দেয়নি স্কটল্যান্ড ইয়ার্ড । তবে Sherlock Holmes society এই সব বক্তব্য অস্বীকার করে জোর দিয়েছিলেন যে এটি সম্পূর্ণরূপে কোনান ডয়েলের চরিত্রের বাইরে ছিল এবং এটি কেবল দূরবর্তী ছিল। অন্যদিকে, কোনান ডয়েলের জিন লেকির সাথে সম্পর্ক ছিল, পরে তিনি ডয়েলের দ্বিতীয় স্ত্রী হন। তারা দাবি করেছিল যে ডয়েলের প্রথম স্ত্রীর প্রতি শ্রদ্ধার কারণে সম্পর্কটি প্লেটোনিক ছিল। একবার তারা বিয়ে করলে, সারা জীবন তারা তাই থাকে। উপরন্তু, ওয়েনস বলেছেন যে কোনান ডয়েল রবিনসনকে আরও ক্রেডিট দিতে চান। মনে হচ্ছে প্রকাশক কোনান ডয়েল হওয়ার পর থেকে প্রত্যাখ্যান করেছেন
ফলে সত্যি ম্যিথের মাঝখানে মিথ হয়েছে এই রয়েছে The hound of the baskervilles adventure of Sherlock Holmes
ছবি সুত্র - internet
Comments