- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
পলাশীর যুদ্ধের পর গোবিন্দপুর গ্রাম এলাকায় ইংরেজরা নতুন কেল্লা বানানোর জন্য সেখানকার বাসিন্দাদের নানান জায়গায় পুনর্বাসন দেয় । ওই সময় চৌরঙ্গী থেকে পূর্ব-পশ্চিম বরাবর রাস্তা তৈরি করে অনেক লোকে পুনর্বাসন দেয়া হয়, এ কয়েকদিন পরে ওই রাস্তা আর এলাকা নিয়ে তৈরি হয় সাহেবপাড়া 1762 খ্রিস্টাব্দে তৈরি হয় পার্কস্ট্রিট তখন অবশ্য নাম ছিল বাদামতলা। রাস্তায় প্রচুর কবরখানা ছিল সেই জন্য না হয়ে গেছিল গোরস্থান কা রাস্তা সাহেবরা বলতো মেরিয়ার গ্রাউন্ড রোড
এখন যেখানে লোরেটো হাউস মিডল্টন রোড সেখানে একটা বিশাল বাগান বাড়ি ছিল , এখনকার পার্কস্ট্রিট পর্যন্ত বিস্তৃত ছিল । বাগানের মালিক ছিলেন উইলিয়াম ফ্রাঙ্কলিন্ট নামের সাহেব , বিভিন্ন সময় বাড়িতে থেকেছেন বাংলার গভর্নর হ্যানরি ভেনিস্টার্ট , সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে প্রমূখ। বিচারপতি ইম্পে ঐ বাগানে হরিণ পুসতেন । লোকো মুখে জায়গাটির নাম হয়ে যায় ডিয়ার পার্ক । পরে ওখান থেকে কি নাম হয় পার্কস্ট্রিট। এখন পার্কস্ট্রিটে না হয়ে গিয়েছে মাদার টেরিসা সরণি। এখানেই ছিল সাহেবদের বিখ্যাত নাট্যশালা সাঁসুচি থিয়েটার। সেই জায়গায় রয়েছে বিখ্যাত কলেজ সেন্ট জেভিয়ার্স।
ছবি সুত্র - internet
তথ্য সুত্র - https://esmy.in/v7aAGY/lmz
Comments