সেন্ট জোন্স চার্চ


 

বয়স প্রায় 233 বছর 1784 তে এর ভিত্তি স্থাপন করেছিলেন governor-general ওয়ারেন হেস্টিংস চার্চের জন্য জমি দিয়েছিলে শোভাবাজার রাজবাড়ি মহারাজা নবকিসান বাহাদুর এই সেন্ট জোন্স চার্চ কিন্তু কলকাতার প্রথম এ্যাংলিকান ক্যাথিড্রাল একসময় সেন্ট জোন্স গির্জাকে বলা হত পাথরে গির্জা কারণ এই গ্রুপটা তৈরি করতে প্রচুর পাথর লেগেছিল সেই পাথর এসেছিল গৌর এখনকার মালদা জেলা থেকে এই চার্জ কে ঘিরে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বেশকিছু নির্মাণ তার মধ্যে অন্যতম জোব চার্নকের স্মৃতিসৌধ তিলোত্তমা কলকাতার ব্যস্ত অফিসপাড়ার গাড়ির আওয়াজ পথচলতি ভিড়ের মধ্যে একনৈশব্দ প্রশান্তি আর এক টুকরো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে সেন্ট জোন্স চার্চ ।

ছবি সুত্র - internet

  তথ্য সুত্র-  https://bengali.indianexpress.com/feature/st-johns-church-of-kolkata-heritage-118797/lite/?utm_source=whatsapp_web&utm_medium=social&utm_campaign=socialsharebuttons 



Comments