- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
ছবি সুত্র- internet
আচার্য ব্রজেন্দ্রনাথ শীল সয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় সর্ববিদ্যা বিশারদ। শিক্ষা ছিল তার কাছে সমুদ্রর মতন ক্লাস সেভেনে থাকাকালীন তিনি ক্লাস টেনের অঙ্ক প্র্যাকটিস করতেন শুধু সময় কাটানোর জন্য । অঙ্ক ছাত্র ছিলেন কিন্তু ইউনির্ভারসিটির ফর্ম ফিলাপ করার সময় ভুল করে সাবজেক্ট যায়গায় ফিলজফি। বাধ্য হয়ে ফিলজফি পরীক্ষায় বসলেন শুধু মাত্র একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাতেও পেলেন ফাস্ট ক্লাস । 1887 সালে অধ্যক্ষ হিসেবে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে যোগ দেন কয়েক দিনের মধ্যে সেই কলেজ বাংলার
অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করেছিলেন তারপর কোচবিহারের রাজাদের অনুরোধ তিনি অধ্যক্ষ হিসেবে যোগ দেন ভিক্টোরিয়ার কলেজে । সেই প্রতিষ্ঠানে তিনি প্রথম ভারতীয় অধ্যক্ষ । বর্তমানে কলেজটির পরিচয় ব্রজেন বাবু নামে । দশটা ভাষায়ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্বোধনী অনুষ্ঠানে কবিগুরুর আমত্রনে তিনি ছিলেন সভাপতি । ইংরেজরা তাকে বলতেন আরিস্তটল, কেউ কেউ বলতেন চলমান বিশ্ববিদ্যালয় ।
যদি বই এর পাতার ও বাস্তবের সিধুজ্যাঠা দেখা হত তাহলে কি দুজনে দুজনের হাত ঝাঁকিয়ে এটা বলতেন " দেখি তোমার আঙ্গুল গুলো "
- Get link
- X
- Other Apps

Comments