নেতাজির দুর্গা পুজো

 

               সুত্র- internet


ভরাট মায়ের মুখ সাবেকি একচালা রাজকীয় ডাকের সাজ ম্যাজিক এখন একই রকম আছে 2018 একশ বছর পার করেছে এই পুজো।  উত্তর কোলকাতার এই পুজোর শিকড় অনেক গভীরে, শুরুতে দূর্গাপুজোর উপর অধিকার ছিল বাবুদের তাতে আন্তরিকতার আড়ম্বর ছিল বেশি । সেরকম এক বাবুর পুজোয় সাধারন ও গরিব মানুষরা অপমানিত হয়ে প্রসাদ না পেয়ে ফিরে গিয়েছিল । তারপর 1918 সালে ঠিক হয় সকলে মিলে এমন দুর্গাপুজোর আয়োজন করা হবে সেখানে কোন বিভেদ থাকবে না পুজো হবে সর্বসাধারণের সেই মত 1919 সালে উত্তর কোলকাতার লেবু বাগানে শুরু হয় পুজো কয়েক বছর বাদে 1926 সালে সেই পুজোর নাম হয় বাগবাজার সার্বজনীন দূর্গোউৎসব   

এক সময় এই পুজোর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু । বাগবাজার পুজোর অষ্টমীর নাম ছিল বীরাঅষ্টমী । স্বদেশী হাওয়ায় অষ্টমীর সকালে পুজোর মাঠে হত লাঠি খেলা, ছুরি খেলা , কুস্তি  । সর্বশক্তিমান ইংরেজদের বিরুদ্ধে বাঙালি ও যে গর্জে উঠতে পারে সেই বিশ্বাসে অষ্টমীর সকালে চলতো এই সব খেলা 

শুধু খেলা নয় মানুষ ভিড়ে মিশে যেতেন অনুশীলন সমিতির বিপ্লবী সদস্যরা মা উমার আরাধনার আড়ালে দেশমাতৃকার আরাধনা এই হয়ে যেত ।

তথ্য সূত্র - https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A8_%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%82%E0%A6%9C%E0%A6%BE

Comments