পাঁচ ফুটের দাঁড়ি


 

হান্স সোইনিণগারের নাম অচেনা লাগলছে ? যদি এখনকার সময় হতো তাহলে তার নাম উঠতো গিনিস বুকে ওনার নাম থাকতো । কিসের জন্য তার দাঁড়ির জন্য .. হ্যাঁ বিশ্ব রেকর্ড করতে ব্রাউনাউনঅ্যামইন শহরে এই মেয়র ।সেই সময় 1.72 মিটার মানে সাড়ে পাঁচ ফুট লম্বা দাঁড়ি ছিল তার । এই দাঁড়ি তিনি কাঁধে নিয়ে ঘুরতেন বলাই বাহুল্য হান্সের এই কীর্তি সেই সময়ে খুব উল্লেখযোগ্য ছিল  1567 সালের 28 September ভয়ানক আগুন লাগে ব্রাউনাউনঅ্যামইনে আর সেদিন ঘটে বিপত্তি তবে তিনি আগুনপুড়ে মারা জাননি তিনি আগুন যখন শহরে একাংশকে গ্রাস করে নিয়েছে হান্স তখন ছিলেন নিজের অফিসে শহরে যে আগুন লেগেছে তিনি জানতেন ততক্ষনে অবশ্য দমকল বাহিনী পৌছেছে সেখানে কিন্তু শহরে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাস্তা জুড়ে কোলাহল বিশৃঙ্খলা পরিস্থিতি শান্ত করার জন্য নিজের মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি । দোতলা থেকে নামতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা ঝুলিয়ে রাখা দাঁড়ি কখন যে কাঁধ থেকে পড়ে গেছিল হান্ট  বুঝতে পারেনি সিঁড়ি থেকে নামতে গিয়ে নিজের দাঁড়িতে পা পিছলে পড়ে যান ছিটকে এসে পড়েন পাথর বাঁধানো মেঝেতে রক্তপাত না হলে সংঘর্ষে ঘাড় ভেঙে যায় হান্সের এবং মৃত্যু হয় ।
তবে জনদরদী মেয়রকে যোগ্য সম্নান করে বিদায় দিয়ে ছিলেন নাগরিকরা ।
মেয়র সাধের দাঁড়ি সংরক্ষণ করা হয় সেই ব্যাবস্থা করেছিলেন প্রশাসনিক কর্তারা  সমাধিস্থত করার আগে হান্সের দাঁড়ি কেটে দীর্ঘ একটি কাঁচের বয়ামে সাজিয়ে রাখা হয় তার অফিসে আজ ও ব্রাউনাউনঅ্যামইনের ঐতিহাসিক সেই জাদুঘরে গেলে দেখা মিলবে রাসায়নিকে সংগৃহীত মেয়ার সেই দাঁড়ি প্রত্যেক বছর সেই ঘাতক দাঁড়ি দেখতে জমা হন বহু পর্যটক।

Comments