- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
দিন টা ছিল 1889 সালের 4th may মাসের সকাল ওরিয়েন্টাল গ্যাস কম্পানির সামনের মাঠে ভিড় বেড়ে চলছে । মনে হচ্ছে যেন সার্কাসের খেলা হচ্ছে তবে তাঁবুর বাইরে। ঐ ভিড়ের সামনে ফুলে উঠলো বিশাল একটা বেলুন । এদিকে ওদিকে টলমল করতে সোজা হয়ে ফুলে উঠল বেলুন টা । বেলুন চৌকোনা ঝুড়ি উঠে পড়লেন একজন বাঙালি। নিচের দড়িটা ছেড়ে দিতেই আকাশে উড়তে থাকলো সেই বেলুন সবাই তো হতবাক সেই লোকটির নাম রাম চন্দ্র চট্টোপাধ্যায় । সাহেবরা এর আগে বেলুন চড়ে আকাশে পাড়ি দিতে কিন্তু এবার একজন বাঙালি এই দুঃসাহসী অভিযানে । রামচন্দ্র চট্টোপাধ্যায় বেলুনের চড়ার ইচ্ছে ছিল অনেক দিন তবে ইচ্ছে করলেই তো চড়া যায় না তার জন্য অনেক ট্রেনিং নিতে হয় । এক সাহেবর কাছ থেকে নিলেন ট্রেনিং আর কিনে ফেলেন বেলুন আর তার নাম রাখলেন CITY OF CALCUTTA বলুন ছাড়া কিনলেন চৌকো ছুরি, মোটা দড়ি । তসরের কাপড় দিয়ে তৈরি হল প্যারাশুট।
বেলুন গ্যাস ভরে দিল স্ট্রিট ল্যাম্প দায়িত্ব থাকা ওরিয়েন্টাল কম্পানি কোম্পানি। এই প্রথম কোনো বাঙালি সম্ভবত প্রথম ভারতীয় হিসাবে বেলুনে চড়েছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়।
- Get link
- X
- Other Apps

Comments