বেলা বোস


 

বেলা বোস নাম টা খুব চেনা লাগছে  অঞ্জন দত্তের সেই গান টার কথা মনে পড়ছে তো ... সত্যি কি বেলা বোস ছিলেন যদি বলি হ্যাঁ ছিলেন । বেলা বসু মিত্র নেতাজির দাদা সুরেশ বসুর কন্য। তৎকালিন সময়ে স্বাধীনতা সংগ্রাম তিনি অংশ নেন বিপ্লবীদের কাছে গোপন খবর পৌছেদিতেন তিনি এরপর উদ্বাস্তুদের  জন্য তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়েতোলেন তার নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড।  কিন্তু মাত্র 32 বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন । পরিবর্তিকালে তার নামে একটি রেলশ্টেসনের নাম করণ করা হয়।
বেলানগর । তৎকালিন ভারতবর্ষে কোন মহিলা নামে একটি রেলশ্টেসনের নামকরণ করাছিল অন্যতম দৃষ্টান্ত ।

Comments