- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
ডা: মধুসূদন গুপ্ত
1822 খ্রিস্টাব্দে তৈরি হল নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনের প্রধান হিসেবে যোগ দিলেন এক বাঙালি ডাক্তার মধুসূদন গুপ্ত এরপর প্রায় 13 বছরের বিরতি 1835 খ্রিস্টাব্দে ভারতীয় চিকিৎসার ক্ষেত্রে ঘটে গেলো এক নিঃশব্দ বিপ্লব কলকাতার বুকে তৈরি হল মেডিকেল কলেজে ডেমোক্র্যাটর হিসেবে যোগ দিলেন মধুসূদন গুপ্ত 1936 সালের একদিন গোটা মেডিকেল কলেজ ভেঙে পড়েছে মর্গের সামনে কিন্তু কেন এই ভিড় কারণ আর কিছুক্ষণের মধ্যেই মধুসূদন গুপ্তের হাত ধরে কলকাতা সাক্ষী থাকবে এক নতুন ইতিহাসের ভারতের মধ্যে কলকাতার বুকে প্রথম শব ব্যবচ্ছেদ মানে autopsy তৈরি করবে আনন্য ইতিহাস শুনতে যতটা সহজ মনে হচ্ছে তৎকালীন সময়ে দাঁড়িয়ে সেটা আজও শহর ছিল না এই কাজ অন্যতম কারণ ছিল রক্ষণশীল সমাজ autopsy কে রক্ষণশীল সমাজ দেখতো বাঁকা চোখে এমনই পরিস্থিতিতে চার সহযোগী
কলকাতা মেডিকেল কলেজ
রাজকৃষ্ণ দেব, দ্বারকানাথ গুপ্ত, উমাচরণ শেঠ এবং নবীনচন্দ্র মিত্র মিত্র কে নিয়ে সু সম্পন্ন করলেন ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ পেট মধুসূদন গুপ্ত পন্ডিত মধুসূদন গুপ্ত সেটিং ফোর্ট উইলিয়াম থেকে 50 রাউন্ড গান স্যালুট সম্মান জানানো হয়।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://roar.media/bangla/main/biography/first-human-dissection-bengali-doctor/amp



Comments