আফগান স্নো


 আফগানিস্তানে সম্রাট মোহাম্মদ জাহির শাহ  একবার বোম্বে এখনকার মুম্বাই এসেছিলেন এবং ব্যবসায়ী দেখাও করেন সেই তালিকায় ছিলেন ইব্রাহিম সুলতান আলি বাটানয়ালা ইনি ছিলেন রাজপুতানার ঝালড়াপাঠানের বাসিন্দা। সম্রাট যখন দেখা করছে তাও আবার ব্যবসায়ীদের সঙ্গে তখন তো কেউ খালি হাতে যাবে না নিশ্চয়ই,  ইনি গেলেন না উপহার হিসেবে নিয়ে গেলেন তেল, সুগন্ধি পাওদার । আর তার মধ্যে ছিল একটা ছোট্ট কাঁচের শিশি তার মধ্যে ঝকঝকে সাদা রঙের অল্প একটু ক্রিম । কৌতুহল বসতো জিনিসটির নাম জানতে চাইলেন সম্রাট । বাটানয়ালা বলেন এর এখনো নাম করন হয়নি ক্রিম হাতে নিয়ে সম্রাট বললেন এটি আমাকে আফগানিস্তানের বরফ কথা মনে করাচ্ছে , ব্যাস নাম পেয়ে গেলেন বটোনয়ালা । অনুমতি চাইলেন সম্রাট কাছে যে এই ক্রিম নাম রাখতে চান আফগান স্নো সম্মতি দিলেন সম্রাট। বাকিটা ইতিহাস ভারতের নারী মহলে জনপ্রিয় হয়ে উঠল এই ক্রিম। কিছুদিন মধ্যেই এই ক্রিম হয়ে উঠল ভারতীয় নারীদের প্রসাধনের অবিচ্ছেদ্য অঙ্গ।

ছবি সুত্র- internet 

Comments